নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ইরান

নতুন একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। রোববার নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠায় ইরান। কিন্তু স্যাটেলাইটটি তার কক্ষপথে পৌছাতে ব্যর্থ হয়।

জানা গেছে, স্যাটেলাইট উৎক্ষেপণের আগে নতুন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফর পরীক্ষা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। নতুন এই ক্ষেপণাস্ত্রটি ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।

ক্ষেপণাস্ত উৎক্ষেপণের পর জাফর-১ নামে একটি যোগাযোগ স্যাটেলাইট রোববার মহাকাশে পাঠায় তেহরান। দেশটির শামনান প্রদেশের ইমাম খোমেনি মহাকাশ বন্দর থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। কিন্তু তা কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়।

এ ব্যাপারে ইরানের টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি বলেছেন, ইরান অপ্রতিরোধ্য। আমাদের আরও উন্নত স্যাটেলাইট আসছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: