আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। আসনটি ছেড়ে দিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ও জমিয়তের মধ্যে নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না এবং দলের সবাইকে এই সিদ্ধান্ত মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি মহাসচিব জানান, জমিয়তের প্রার্থীরা তাদের দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।
উল্লেখ্য, এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন পেয়েছিলেন শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
এমকে/টিএ