বাংলাদেশ ও ভারতের পাঁচ ক্রিকেটারের শাস্তি

বাংলাদেশ ও ভারতের অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ক্রিকেটারকে শাস্তির মুখোমুখি করেছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। দক্ষিণ আফ্রিকায় সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে দৃষ্টিকটু আচরণের অভিযোগে ওই পাঁচ ক্রিকেটারকে শাস্তি দেয়া হচ্ছে।

রোববার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশী ব্যাটসম্যান রাকিবুল জয় সূচক রান নেয়ার পরই বাংলাদেশ দলের অন্যান্য খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে। এসময় তারা বিজয় উৎসবে মেতে উঠে। বাংলাদেশী খেলোয়াড়দের উল্লাস তখন মানতে পারছিল না ভারতীয় ক্রিকেটাররা। ওই সময় উভয় দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এমনকি ভারতীয় এক খেলোয়াড় বাংলাদেশের পতাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে বলেও বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে।

ওই ঘটনা নিয়ে সোমবার আইসিসি বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচের রেফারি গ্রায়েম ল্যাব্রয়। ম্যাচ রেফারির প্রতিবেদন অনুযায়ী শাস্তির মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের তৌহিদ হৃদয়, শামিম হোসেন ও রাকিবুল হাসান।

এছাড়া ভারতীয় দলের আকাশ সিং ও রবি বিষ্ণুই শাস্তি পেতে যাচ্ছেন। আইসিসির আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে তৃতীয় মাত্রার শাস্তির পরামর্শ দেয়া হয়েছে।

শাস্তি হিসেবে তৌহিদ হৃদয় ১০টি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন, যা ৬টি ডিমেরিট পয়েন্টের সমান। এছাড়া শামিম ৮টি ও রাকিবুল ৪টি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন। এই ডিমেরিটাস পয়েন্টগুলো আগামী দুই বছর তাদের নামের পাশে থাকবে।

অপরদিকে ভারতীয় দলের আকাশ সিং ৮টি ও রবি বিষ্ণুই দুটি বাড়তি ডিমেরিট পয়েন্টসহ ৫টি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: