বিগত ১৫ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে দুর্নীতি হয়েছে গত ছয় মাসে তার চেয়ে বেশি দুর্নীতি হয়েছে। সম্প্রতি এমন অভিযোগ তুলেছেন বিসিবির পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন। তবে দীপনের ওই অভিযোগ মেনে নিচ্ছেন না বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতায় ক্রীড়া সাংবাদিকদের দিনব্যাপী ওয়ার্কশপের পর এ সংক্রান্ত প্রশ্ন করা হয় বিসিবি সভাপতিকে। তখন তিনি উত্তর দেন এটা তার (দীপনের) ব্যক্তিগত মতামত।
দুর্নীতির অভিযোগ সংক্রান্ত প্রশ্নের উত্তরে বুলবুল বলেন, ‘এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত মত। আমি এটাকে ডিফেন্ড করছি যে এটা তার কথা। এ ধরনের কোন অডিট বা এ ধরনের কোন কাজ আমরা করছি না। কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে সবমিলে বাংলাদেশ ক্রিকেটে গত ১৫ বছরের যে যে জায়গাগুলোতে মনে হয়েছে সেগুলোতে আমাদের কাজ করা উচিত।’
‘কেননা আপনারা জানেন আমরা প্রকৃতপক্ষে একটা উত্তরণের মধ্যে আছি। একটা সিস্টেমে চলছিল গত ১৫ বছর যেখানে এক ওভারে ৯০ রানও দেয়া হয়েছিল। এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরেও মাটির কোন হদিস নেই। তো সব অডিট এখন চলছে। কিন্তু ওই যে কথাটা আপনি বললেন, ওটা আমি মেনে নিচ্ছি না। এটা তার ব্যক্তিগত মত।’
আইকে/টিএ