চলতি অ্যাশেজে ভালো শুরু পাওয়ার পর ইনিংস বড় করতে বারবারই ব্যর্থ হচ্ছেন হ্যারি ব্রুক। পছন্দের ক্রিকেটারের এমন পারফরম্যান্স একদমই ভালো লাগছে না রিকি পন্টিংয়ের। বক্সিং ডে টেস্টের আগে তাই ইংলিশ ব্যাটসম্যানকে পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। যে স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে ইংল্যান্ড, তা প্রথম তিন টেস্টেই ভেঙে চুরমার হয়ে গেছে। টানা তিন জয়ে ১১ দিনে অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করে ফেলেছে স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ায় এটা ব্রুকের প্রথম সফর। পার্থে প্রথম ইনিংসে ৫২ রানের ইনিংস খেলে প্রতিপক্ষের মাঠে অ্যাশেজের শুরুটা ভালোই করেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে পান শূন্য রানের তেতো স্বাদ।
ব্রিজবেনে গোলাপি বলের টেস্টে দুই ইনিংসে করতে পারেন ৩১ ও ১৫ রান। আর অ্যাডিলেইডে তার ব্যাট থেকে আসে যথাক্রমে ৪৫ ও ৩০ রান।নিজের কারণেই ভালো শুরুকে বড় ইনিংসে পরিণত করতে পারছেন না ব্রুক, মনে করছেন পন্টিং। তার আউট হওয়ার ধরন নিয়ে প্রশ্ন তুলে অস্ট্রেলিয়ান গ্রেট আইসিসি রিভিউয়ে বলেছেন, নিজের সামর্থ্য ঠিকঠাক কাজে লাগাচ্ছেন না ব্রুক।
“দেখুন, হ্যারি ব্রুককে পছন্দ করি আমি। খেলা দেখতে ভালো লাগে এমন ক্রিকেটারদের মধ্যে সে বিশ্বের সেরাদের একজন। তবে আমার মনে হয়, সে যেভাবে কিছু কিছু সময় আউট হচ্ছে, যেন নিজের আসল সামর্থ্যকে ঠিকভাবে কাজে লাগাচ্ছে না।”
এরই মধ্যে ১০টি টেস্ট সেঞ্চুরি করা ব্রুকের শট নির্বাচনের দিকেও আঙুল তুলেছেন পন্টিং। তার চোখে, ইংলিশ গ্রেট জো রুটের মতো প্রতিভাবান ব্রুক। তাই তাকে অস্ট্রেলিয়ার কন্ডিশনে মানিয়ে নিতে ক্রিজে সময় কাটানোর পরামর্শ দিয়েছেন পন্টিং।
“সে যেসব শট খেলছে, এগুলো খেলার দরকার নেই। ইংল্যান্ডের সমর্থকরা যেমন, তেমনি তার কিছু সতীর্থও এতে বিরক্ত হবে। গত ১৫ বছর ধরে জো রুট তার ক্রিকেটটা কীভাবে খেলছে, সেটা ব্রুক কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে। সত্যি বলতে, রুটকে খাটো করার জন্য বলছি না।”
“জো রুটের মতোই হ্যারি ব্রুকের প্রতিভা রয়েছে। স্কট বোল্যান্ডের ইয়র্কারে তাকে কিছু ল্যাপ শট খেলতে দেখা গেছে, যে বল তার মিডল ও লেগ স্টাম্প খুব সহজেই উপড়ে ফেলতে পারত। আর শটটি সে এমন সময় খেলেছে যখন দল তার থেকে একটা সেঞ্চুরি প্রত্যাশা করছে এবং ৪৩৫ রানের লক্ষ্য তাড়া করে জয়ের আশা করছে।”
মেলবোর্নে আগামী শুক্রবার শুরু হবে বক্সিং ডে টেস্ট। সিডনিতে ৪ জানুয়ারি শুরু পঞ্চম ও শেষ টেস্ট।
এমআর/টিএ