আইপিএলের শিরোপা নিয়ে উদযাপন করতে গিয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে কী কাণ্ডটাই না ঘটেছিল। এর রেশ রয়ে গেছে এখনও। বিজয় হাজারে ট্রফির শুরুতে খেলবেন বিরাট কোহলি। স্বভাবতই দর্শক সমাগম হওয়ার কথা। আর সেই শঙ্কা থেকে ম্যাচই সরে গেল অন্য ভেন্যুতে।
বেঙ্গালুরুতে বিজয় হাজারে ট্রফির যেসব ম্যাচ হওয়ার কথা ছিল সবই চলে গেছে বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে। কোহলি ছাড়াও বুধবার এই ওয়ানডে টুর্নামেন্টে মাঠে নামবেন রিশভ পান্ট। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই ম্যাচ বেঙ্গালুরুতে হচ্ছে না। আইপিএলের শিরোপা নিয়ে উদযাপনের সেই ঘটনার পর থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামকে ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হচ্ছে।
বিচারবিভাগীয় কমিশন দাবি করেছে, এই স্টেডিয়ামের নকশা ও কাঠামো বড় ইভেন্ট আয়োজনের যোগ্য নয়। সম্ভব নয় দর্শকদের স্রোত সামলানো। সেক্ষেত্রে এখানে বেশি মানুষ আসতে পারে এমন ম্যাচ আয়োজনও অনুচিত।
২০২৫ এ প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আনন্দের আতিশয্যে শিরোপা উদযাপন করতে গিয়ে নেমে আসে বিপর্যয়। প্রচণ্ড ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মারা যান ১১ সমর্থক। এর পেছনে আরসিবিকেই দায়ী করেছে কর্ণাটক সরকার। তবে কর্ণাটক ক্রিকেট এসোসিয়েশনেরও দায় এড়ানোর সুযোগ নেই।
এ বছর অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা চিন্নাস্বামীতে, আছে একটি সেমিফাইনালও। আবার আরসিবি যেহেতু আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন, তাই পরের আইপিএলের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচও এই ভেন্যুতে হওয়ার কথা ছিল। তবে শেষমেশ হয়ত কোনো হোম ম্যাচই এই ভেন্যুতে খেলতে পারবেন না বিরাট কোহলিরা। বিজয় হাজারের ম্যাচের ভেন্যু বদলে যাওয়া সেই ইঙ্গিতই দিচ্ছে।
এমআর/টিএ