গুরুতর অভিযোগে ডাকেটের বিরুদ্ধে তদন্ত শুরু ইসিবির

অ্যাশেজ সিরিজের মাঝেই ইংল্যান্ড শিবিরে নতুন করে বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেটের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, দ্বিতীয় ও তৃতীয় অ্যাশেজ টেস্টের মাঝের বিরতিতে নুসায় অবস্থানকালে ডাকেট নেশাগ্রস্ত অবস্থায় দলীয় হোটেলে ফেরার পথ খুঁজে পাচ্ছেন না, এমনটাই দাবি করা হচ্ছে।

মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) ভিডিওটি প্রকাশের পরপরই বিষয়টি আলোচনায় আসে। এর কয়েক ঘণ্টা আগেই ইংল্যান্ড পুরুষ দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি নুসা সফর নিয়ে তদন্তের কথা জানান।



ব্রিসবেনে আট উইকেটের হারে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর সানশাইন কোস্টের রিসোর্ট শহর নুসায় চার দিনের এই সফরে গিয়েছিল ইংল্যান্ড দল। ইসিবি স্পষ্ট করে জানিয়েছে, নুসা সফরটি কোনো ছুটি ছিল না।

প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের পরিকল্পনায় এই বিরতির আয়োজন করা হয়েছিল। তার ধারণা ছিল, টানা চাপের মধ্যে থাকা খেলোয়াড়দের মানসিকভাবে সতেজ করতেই এই বিরতি প্রয়োজন। এই সময়টাতে কোনো অনুশীলনের সূচি না থাকায় দলের বেশ কয়েকজন খেলোয়াড় সময়টিকে পুরোপুরি অবসর হিসেবেই কাটান।

পরবর্তীতে অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ড তুলনামূলক ভালো লড়াই করলেও ৮২ রানে পরাজিত হয়। ফলে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া অপ্রতিরোধ্য লিড নেয় এবং মাত্র ১১ দিনের মধ্যেই অ্যাশেজ নিজেদের করে নেয়। মেলবোর্নে চতুর্থ টেস্টের আগে এমসিজিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রব কি বলেন, নুসা সফরটি খতিয়ে দেখা হবে, তবে তার বিশ্বাস খেলোয়াড়রা “খুব ভালো আচরণই করেছে”।

ইসিবির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কনটেন্ট সম্পর্কে অবগত। আমাদের আচরণগত মানদণ্ড অত্যন্ত কঠোর। খেলোয়াড়রা অনেক সময় তীব্র পর্যবেক্ষণের মধ্যে থাকে, এটি আমরা বুঝি। তবে আচরণ প্রত্যাশার নিচে নেমে গেলে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনে খেলোয়াড়দের সহায়তাও দেওয়া হয়। তথ্য যাচাই শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না।”

চলতি অ্যাশেজে পারফরম্যান্সের দিক থেকেও সময়টা ভালো যাচ্ছে না বেন ডাকেটের। এখন পর্যন্ত সিরিজে তার সংগ্রহ মাত্র ৯৭ রান, গড় ১৬.১৬। বিশেষজ্ঞ ব্যাটারদের মধ্যে রান ও গড় দুই সূচকেই তিনি সবার নিচে, সর্বোচ্চ ইনিংস ২৯ রান। আর ইংল্যান্ড সিরিজ হেরে গেছে প্রথম তিন ম্যাচ হেরেই।

উল্লেখ্য, অ্যাশেজ সফরে বিতর্কে জড়ানোর অভিজ্ঞতা ডাকেটের নতুন নয়। ২০১৭–১৮ অ্যাশেজে লায়ন্স স্কোয়াডের সদস্য থাকাকালে পার্থের একটি বারে জেমস অ্যান্ডারসনের গায়ে পানীয় ঢেলে দেওয়ার ঘটনায় ইসিবির শাস্তির মুখে পড়েন তিনি।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
আনন্দ র‌্যালিতে গিয়ে প্রাণ হারালেন বিএনপি নেতা Dec 24, 2025
img
মেহেরপুরে মোটরসাইকেল ও ট্রলি সংঘর্ষে প্রাণ গেল যুবকের Dec 24, 2025
img
অস্ট্রেলিয়ায় হচ্ছে না ইতালির শীর্ষ লিগের ম্যাচ Dec 24, 2025
img
‘প্রজাপতি ২’ মুক্তির আগেই দেবের পরের ছবির খবর ফাঁস! Dec 24, 2025
img
রেস্তোরাঁয় অজ্ঞাত ব্যক্তির সঙ্গে জ্যাকলিন, তারকাদের গোপনীয়তা নিয়ে প্রশ্ন Dec 24, 2025
img
সন্তানের কথা ভেবে, ‘টক্সিক’-এর শুটিংয়ে কাঁদতেন কিয়ারা আদভানি! Dec 24, 2025
img
সেটে ওড়না জড়িয়ে পোশাক বদলাতাম : মাধুরী দীক্ষিত Dec 24, 2025
img
অ্যাশেজ শেষ প্যাট কামিন্সের, বিশ্বকাপেও অনিশ্চিত! Dec 24, 2025
img
মেসিকে গান শোনাতে লন্ডন থেকে কলকাতায় এসে ভয়াবহ অভিজ্ঞতা গায়কের Dec 24, 2025
img
দিপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ Dec 24, 2025
img
ভারতের বিরুদ্ধে আইসিসির কাছে নালিশ করবে পাকিস্তান Dec 24, 2025
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের Dec 24, 2025
img
পাকিস্তানি ক্রিকেটার মির্জা তাহিরকে দলে ভেড়াল চট্টগ্রাম রয়্যালস Dec 24, 2025
অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটরকে ট্রাইব্যুনালের ধমক Dec 24, 2025
শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে জাকসুর নতুন পদক্ষেপ Dec 24, 2025
img
তফসিলের পরও কিছু রাজনৈতিক দল বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে: গোলাম পরওয়ার Dec 24, 2025
img
গুরুতর অভিযোগে ডাকেটের বিরুদ্ধে তদন্ত শুরু ইসিবির Dec 24, 2025
img
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার Dec 24, 2025
img
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় আটক আরও ১১ আসামি Dec 24, 2025
img
নিরাপত্তা শঙ্কায় চিন্নাস্বামীতে খেলা হচ্ছে না কোহলির Dec 24, 2025