দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ছয় দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২ কোটি ৩৫ লাখ ৭২ হাজার ৩৮০ মিটার অবৈধ জাল, ২ হাজার ৬৪৫ কেজি মাছ, ৫ হাজার ৭০০ পিস বাগদা রেণু পোনা, ৭০০ কেজি পাঙ্গাস মাছের পোনা, ১৪৫ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ১৯১টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) নৌ পুলিশ সদরদপ্তর এসব তথ্য জানায়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৯৫ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৪ টি ড্রেজার জব্দ করা হয়।
ছয় দিনব্যাপী এই অভিযানে ২৬৪ জন আসামি গ্রেপ্তার করা হয় এবং ৫১ টি মৎস্য আইন, ৯ টি বেপরোয়া গতি আইন, ৩ টি অপমৃত্যু, ১টি বালুমহাল এবং একটি হত্যা মামলাসহ মোট ৬৫টি মামলা দায়ের করা হয় এবং ৮ টি মৃতদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং মাছের পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
আরপি/এসএন