অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রায় ১৮ বছর পর বুধবার (২৪ ডিসেম্বর) প্রিয় মাতৃভূমির উদ্দেশে লন্ডন ছাড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) তিনি হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
এ ছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজনেরও টিকিট বুকিং করা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ সূত্র মতে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে চড়ে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা দেশে ফিরছেন।
টিজে/টিএ