দীর্ঘ ১৭ বছরের বেশি সময়ের নির্বাসিত জীবন শেষে প্রিয় মাতৃভূমিতে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে নিয়ে দেশের পথে উড়াল দিয়েছে বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি ২০২-এ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার)।
বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছে ফ্লাইটটি। সব ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ প্রিয় মাতৃভূমিতে পা রাখবেন তারেক রহমান। তার সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
বিমানে বসে প্রিয় মাতৃভূমির মাটি ছোঁয়ার প্রহর গুনছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার অনুভূতি যে কারও জন্যই ভাষায় প্রকাশ করার মতো নয়। তারেক রহমানের ক্ষেত্রেও হয়তো তেমনটাই ঘটেছে। আর তাইতো প্রিয় মাতৃভূমিতে ফেরার অনুভূতিটাকে একটি মাত্র শব্দে প্রকাশ করতে চাইলেন তিনি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে বিমান যখন মাঝ আকাশে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করলেন মাত্র এক শব্দের এক স্ট্যাটাস। লিখলেন—‘ফেরা’। যেন এই এক কথাতেই বলে দিতে চাইছেন কতকিছু!
আর সেইসঙ্গে আপলোড করলেন নিজের একটি ছবি; হয়তো ভাবছেন কখন তার বিমান ছোঁবে দেশের মাটি!
এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে দেশের মাটিতে প্রস্তুত বিএনপি। আগামীকাল ২৫ ডিসেম্বর তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজকীয় সংবর্ধনার ব্যবস্থা করেছে দলটি; রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয়েছে সুবিশাল এক মঞ্চ।
হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি এই পূর্বাচলেই যাবেন তারেক রহমান। প্রিয় নেতাকে একনজর দেখতে এবং তার স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বুধবার (২৪ ডিসেম্বর) রাত থেকেই ৩০০ ফিট হাইওয়ে এলাকায় ঢল নেমেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীদের। কুড়িল থেকে শুরু করে মঞ্চ এলাকা পর্যন্ত যেন তিল ধারণের জায়গা নেই। সবার মনেই উৎসবের আমেজ। সবার মুখে মুখে ফিরছে একটিই স্লোগান— লিডার আসছে।
টিজে/টিএ