দিনক্ষণ চূড়ান্ত ছিল, আজ ভেন্যুতে রিপোর্টিং করার কথা ছিল তিরন্দাজদের। জাতীয় পর্যায়ে সেরা হওয়ার লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এর মাঝেই পেলেন দুঃসংবাদ। শুক্রবার থেকে ১৬তম জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত হয়ে গেছে। এ নিয়ে হতবাক স্বয়ং ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেডারেশনের ভেরিফাইড পেজে টুর্নামেন্ট স্থগিতের বিষয়টি জানানোর পর অবাক হন তিনি।
এবারের জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ টঙ্গিতে হওয়ার কথা ছিল। কিন্তু দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় টুর্নামেন্ট আয়োজন স্থগিত করে বাংলাদেশ আরচারি ফেডারেশন। অ্যাটলেটদের নিরাপত্তার বিষয় চিন্তা করে তারা এই সিদ্ধান্ত নেয়।
ফেসবুক পোস্টে বলা হয়, দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ১৬তম ন্যাশনাল আরচারি চ্যাম্পিয়নশিপ ২০২৫ আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা সবসময় অ্যাথলেটদের নিরাপত্তা, সুষ্ঠু আয়োজন এবং সকলের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করি। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ নির্ধারণ করে যথাসময়ে সবাইকে জানানো হবে, ইনশাআল্লাহ।’ চ্যাম্পিয়নশিপ শুরুর দুইদিন আগে স্থগিতের সিদ্ধান্তে হতাশ ফেডারেশনের সাধারণ সম্পাদক। তার হাতে কিছুই নেই বলে জানান তিনি। একাধিক অভিযোগের কথা জানিয়ে তানভীর বলেন, ‘আরচারি ধ্বংস করতে এটা করা হয়েছে।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় টুর্নামেন্ট প্রথমে একদিন পেছানোর কথা বলেছিলাম। পরে তিনদিন পিছিয়ে শুরু করতে চেয়েছি। কিন্তু পারলাম না। কমিটিকে সফল হতে দিবে না। স্থগিত হওয়া চ্যাম্পিয়নশিপ আগামী বছরের মার্চে আয়োজন করতে পারি কিনা সন্দেহ।
আরআই/এসএন