ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত প্রার্থী ও দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ফুয়াদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর নির্বাচনী প্রচারণা টিমের সমন্বয়ক ও বরিশাল জেলা ও মহানগরী কমিটির যুগ্ম আহ্বায়ক মেরিন প্রকৌশলী সুজন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন নবনিযুক্ত উপজেলা নিবাহী কর্মকর্তা আসমা উল হুসনা, জেলা ও মহানগরী শাখার সদস্য সচিব প্রকৌশলী জি এম রাব্বী, মেরিন প্রকৌশলী আজাদ সজীব এবং রাজীব খান।
ফুয়াদ মুঠোফোনে বলেন, ‘৫৪ বছর ধরে চলে আসা ভুল রাজনীতির বাইরে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি, তা কতটা গ্রহণযোগ্য সেটা বাবুগঞ্জ ও মুলাদীর মানুষ বিচার করবে।
তিনি বলেন, ‘নতুন রাজনীতির পক্ষে ভোট কত, তা জনগণই নির্ধারণ করবে। আপনারা যে রায় দেবেন, আমি তা মাথা পেতে নেব।’
ফুয়াদ আরো বলেন, এই অঞ্চলের উন্নয়নের জন্য কারো ওয়াদা দরকার নেই। সন্ত্রাস, চাঁদাবাজি বা রাজনৈতিক দলের দ্বন্দ্ব না থাকলেই, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে পারলেই এই এলাকা হবে দেশের সবচেয়ে উন্নত, শান্তিপূর্ণ ও স্মার্ট শহর।
বরিশালকে দূষণমুক্ত রাখতে রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন ফুয়াদ।
এসএন