জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাড়াও কুমিল্লা, খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে মোট ১২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষায় ৮৬০টি আসনের বিপরীতে ৭২ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আর ‘সি’ ইউনিটে (বাণিজ্য অনুষদ) ৫২০টি আসনের বিপরীতে ২০ হাজার ৫৩৭ জন আবেদন করেছেন। বিজ্ঞান অনুষদে ৮৬০টি আসনের বিপরীতে ৭২ হাজার ৪৭৪ জন আবেদন করেছেন। সে অনুপাতে আসনপ্রতি লড়বেন ৮৫ জন শিক্ষার্থী।
ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার ভেতরের কেন্দ্রগুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলি হাই স্কুল অ্যান্ড কলেজ, বিআইএএম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। এ ছাড়া রাজশাহী, কুমিল্লা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সার্বিক প্রস্তুতি বিষয়ে জবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা বলেন, ‘ভর্তি পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। এবার পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ঢাকার বাইরে খুলনা, রাজশাহী ও কুমিল্লায় পরীক্ষাকেন্দ্র রাখা হয়েছে।
এসএস/টিএ