চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা গ্রহণ শেষে এখন সুস্থ আছেন।
গত ১৪ ডিসেম্বর নিয়মিত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে গিয়েছিলেন ড. মোশাররফ। এর আগে, গত ২১ জানুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।
দুই বছর আগে মস্তিষ্কে রেডিওথেরাপি দেওয়া হয়েছিল। সে সময় টানা দুই মাস ১০ দিন সিঙ্গাপুরে চিকিৎসা নেন তিনি। এছাড়া দেশে বিভিন্ন হাসপাতালে তাকে একাধিকবার ভর্তি করা হয়েছিল।
পিএ/টিএ