গাইবান্ধায় ছাত্রলীগের ২ নেতাসহ গ্রেপ্তার ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায় পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—সাদুল্লাপুর উপজেলার আবু হোসেন মো. নাছিম মন্ডল (৩০), গোবিন্দগঞ্জ উপজেলার সাজু প্রধান (৩৫) ও শ্রী গোবিন্দ কুমার গৌতম।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই হাট এলাকা থেকে সাজু প্রধান এবং ফাঁসিতলা বাজার এলাকা থেকে গৌতমকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, পৃথক অভিযানে সাজু ও গৌতম নামে দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সাজু প্রধান নাকাই ইউনিয়নের শীতল গ্রামের আব্দুল মজিদ প্রধানের ছেলে। তিনি সাবেক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং বর্তমানে আবুল খায়ের গ্রুপে কর্মরত আছেন।

অন্যদিকে, সোনাতলা এলাকার একটি কলেজের প্রভাষক গৌতম লেখালেখিকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সঙ্গে বিরোধের জেরে একসময় আলোচিত ও সমালোচিত হন। তিনি আগে গোবিন্দগঞ্জের আরেক সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর ঘনিষ্ঠজন ছিলেন। এছাড়া তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া দুটি মামলায় তিনি মোট ৬ মাস ১০ দিন কারাভোগ করেন। রাজনৈতিক মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

এদিকে, সাদুল্লাপুর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা পরিচয়ে আবু হোসেন মো. নাছিম মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, নাছিমের নাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাদুল্লাপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদকের পদে থাকায় তাকে আটক করা হয়। আটকের পর রাতেই তাকে সদর থানায় পাঠানো হয়। তবে ভুয়া কমিটির কাগজ ব্যবহার করে নাছিমকে আটক করা হয়েছে—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, নাছিমকে পরিকল্পিতভাবে ছাত্রলীগ নেতা হিসেবে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। তাদের দাবি, নাছিম কখনও কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না এবং তার কোনো পদ-পদবিও নেই। শনিবার রাতে পোস্ট অফিস সংলগ্ন নিজ বাসা থেকে তাকে আটক করে সাদুল্লাপুর থানা পুলিশ।

আটক নাছিম সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাজিবাড়ি সন্তোলা গ্রামের মৃত আবদুল মন্নাফ মণ্ডলের ছেলে।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিয়ে ভাঙ্গার কষ্ট ভুলে মাঠে ইতিহাস রচনা স্মৃতির Dec 29, 2025
img
নির্বাচন ঘিরে সক্রিয় দুদক, টাস্কফোর্স কমিটি গঠনের সিদ্ধান্ত Dec 29, 2025
img
আতালান্তাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো ইন্টার মিলান Dec 29, 2025
img
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে আহত ৯ Dec 29, 2025
img
চোটে ছিটকে গেলেন ইংল্যান্ডের আরেক পেসার Dec 29, 2025
img
আওয়ামী লীগের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হচ্ছে: জিএম কাদের Dec 29, 2025
img
মেক্সিকোতে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল ১৩ জনের Dec 29, 2025
img
আবু সাঈদ হত্যা মামলায় আজও সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা Dec 29, 2025
img
ঢাকায় মাঝারি কুয়াশাসহ ঠান্ডা অব্যাহত থাকার আভাস Dec 29, 2025
img
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’: ট্রাম্প Dec 29, 2025
img
হাদির আসনে প্রার্থী দিতে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের আকুতি Dec 29, 2025
img
অক্ষয় খান্নাকে ঘিরে গুরুতর অভিযোগ Dec 29, 2025
img
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মুখোমুখি সংঘর্ষে ২ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ Dec 29, 2025
img
প্রকৃত শিল্পী কোনো ধ্বংসাত্মক কাজ করে না : মোশাররফ করিম Dec 29, 2025
img
আজ থেকে দেশের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ Dec 29, 2025
img
দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ১০ম অবস্থানে ঢাকা Dec 29, 2025
img
নারায়ণগঞ্জ- ৫ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেতা Dec 29, 2025
img
নতুন বছরের আগেই হতে পারে বহু সিদ্ধান্ত: জেলেনস্কি Dec 29, 2025
img
মুক্তির প্রথম তিন দিনেই বড়সড় চমক ‘প্রজাপতি ২’ Dec 29, 2025
img
গোপালগঞ্জ জেলা আ. লীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আটক Dec 29, 2025