ঢাকা-১৫ আসনের জন্য জামায়াত আমিরের পক্ষে ইসিতে মনোনয়নপত্র জমা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির প্রতিনিধিদল।

আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা ১৩ ও ১৫ এর রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ইউনুচ আলীর কাছে তাঁরা ঢাকা-১৫ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলটির সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, মাওলানা আব্দুল হালিম ও কার্যনির্বাহী সদস্য মোবারক হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, 'আজকে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আমরা আমীরের পক্ষ থেকে উনার মনোনয়নপত্র জমা দিতে এসেছি।
সুষ্ঠু, সুন্দর ও গ্রহনযোগ্য একটি নির্বাচন যাতে উপহার পারি সেই প্রত্যাশা করছি।’

তিনি আরো বলেন, ‘আমরা সবাই মিলে যাতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড করতে পারি তার প্রত্যাশা করছি। এটা নিয়ে আরও কাজ করার আছে। আমরা আশা করছি নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করবে।
নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের আরও কাজ করার আছে।’

৩চ আসনে শরীক দলগুলোর কে কতটি আসন পেয়েছে তা কখন জানা যাবে জানতে চাইলে জুবায়ের বলেন, ‘৩শ আসনে প্রার্থী আমরা প্রায় নিশ্চিত করতে পেরেছি। আজকে রাতের মধ্যেই জানিয়ে দেয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি আরো উল্লেখ করেন, আমাদের এই আসন সমঝোতা কোন জোটবদ্ধ নির্বাচন না।

কিন্তু এটা অন্য যেকোন জোটের চেয়েও শক্তিশালী হবে ইনশাল্লাহ। প্রত্যেকে এখানে নিজস্ব প্রতীক নিয়ে আমরা ইলেকশন করব। শুধুমাত্র একটা আসনে একটি দলই থাকবেন। বাকিরা আমরা সমর্থন জানাবো।

এসময় আরেকটা রাজনৈতিক দল আমাদের সাথে যোগ দিচ্ছে।

 তার নাম পরে জানানো হবে বলে জানান আরেক সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

এর আগে গত ২৫ ডিসেম্বর জামায়াতের আমীরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এদিকে ঢাকা-১৫ আসন থেকে আরও মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির মো. শফিকুল ইসলাম খান, এনসিপির আলমগীর ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশের এসএম ফজলুল হক, গণফোরামের একেএম শফিকুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল।

ঢাকা ১৩ ও ১৫ এর রিটার্নিং কর্মকর্তা মো: ইউনুচ আলী জানান, এখন পর্যন্ত এই দুইটি আসনে ৩৩ জন মনোনয়নপত্র নিয়েছেন। তাদের মধ্যে ৯ জন এখন পর্যন্ত জমা দিয়েছেন।

উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জামায়াতের জোটে যোগ দিচ্ছে এবি পার্টি: ব্যারিস্টার ফুয়াদ Dec 29, 2025
img
জকসুতে ভিপি পদে লড়ছেন একমাত্র সনাতনী প্রার্থী গৌরব ভৌমিক Dec 29, 2025
img
দলীয় পরিচয় স্বীকার করতে চান না ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী Dec 29, 2025
img
'শুধুমাত্র নিরপরাধ মানুষকে বাঁচাতে চেয়েছিলাম' , সিডনিতে বহু মানুষের প্রাণ বাঁচানো আহমেদ Dec 29, 2025
img
ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার Dec 29, 2025
img
টেনিসে ৫২ বছর আগের স্মৃতি ফেরালেন সাবালেঙ্কা-কিরিওস Dec 29, 2025
img
ফেনী-২ আসনে মঞ্জুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী Dec 29, 2025
img
নির্বাচনে ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Dec 29, 2025
img
নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহফুজ আলম Dec 29, 2025
img
বিএনপি ছেড়ে জামায়াতের জোটে যাওয়ার কারণ জানালেন কর্নেল অলি Dec 29, 2025
img
ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী Dec 29, 2025
img
নাগরিকদের প্রেম করার জন্য অর্থ দিচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার Dec 29, 2025
img
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা Dec 29, 2025
img
নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত : শামা ওবায়েদ Dec 29, 2025
img
ইন্দোনেশিয়ায় ৮ কোটি ছাত্রছাত্রী পাচ্ছে বিনামূল্যে খাবার Dec 29, 2025
img
মনোনয়নপত্র জমা দিলেন লুৎফুজ্জামান বাবর Dec 29, 2025
img
পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের Dec 29, 2025
img
রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি ‘চূড়ান্ত পর্যায়ে’: ট্রাম্প Dec 29, 2025
img

বগুড়া-৭

খালেদা জিয়ার টিপসই দেওয়া মনোনয়নপত্র জমা দিলেন নেতারা Dec 29, 2025
img
স্বরাষ্ট্র উপ‌দেষ্টা হওয়ার বিষয়‌টি গুজব : খলিলুর রহমান Dec 29, 2025