ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে নেত্রকোনা-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন লুৎফুজ্জামান বাবর। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টা ৩৫ মিনিটে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্ধারিত নিয়ম অনুযায়ী তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমার পর লুৎফুজ্জামান বাবর মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার সর্বস্তরের জনগণের পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের জন্য আবারও কাজ করার সুযোগ পেতে তিনি সবার সমর্থন প্রত্যাশা করছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া চলমান রয়েছে এবং দল জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে।
এসএন