সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও ছেলে

গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে তার ছেলে আবরার ইলিয়াস স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তারা পৃথকভাবে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাহসিনা রুশদী লুনা বলেন, সিলেট-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্যভাবে মত প্রকাশের সুযোগ থেকে বঞ্চিত। এলাকার সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে পরিবর্তন চায় এবং ভোটের মাধ্যমে সেই পরিবর্তনের পক্ষে মত দিতে চায়।

লুনা আরও বলেন, জনগণের সমর্থন পেলে তিনি সংসদে এলাকার মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলবেন। বিশেষ করে নারী, তরুণ ও প্রান্তিক মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্বামী ইলিয়াস আলীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার নিখোঁজ হওয়ার পর সিলেট-২ আসনের মানুষ যেভাবে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে, সেটি তিনি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবেন। এ সময় তাদের সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে কুলসুম রুবির কাছ থেকে মা-ছেলে দুজনেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, সম্ভাব্য আইনি জটিলতা এড়ানোর কৌশল হিসেবেই লুনার পাশাপাশি আবরার ইলিয়াসের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। কোনো কারণে তাহসিনা রুশদী লুনার মনোনয়ন বাতিল হলে আবরার ইলিয়াস নির্বাচন করবেন বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে তাহসিনা রুশদী লুনা ও আবরার ইলিয়াস মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সে সময় বিএনপি থেকে লুনাকে মনোনয়ন দেওয়া হলেও উচ্চ আদালতের আদেশে তার মনোনয়ন স্থগিত হয়ে যায়। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। পরে এই আসনে বিএনপিনেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে গণফোরামের মোকাব্বির খান নির্বাচন করেন এবং তিনি বিজয়ী হন।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
থার্টি ফার্স্ট নাইটে বারের পাশাপাশি বন্ধ থাকবে পতেঙ্গা সি-বিচ ও পারকি বিচ Dec 29, 2025
img
চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ইব্রাহিম, সেক্রেটারি পারভেজ Dec 29, 2025
img
পটুয়াখালী-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ভিপি নুর Dec 29, 2025
img
ববি হাজ্জাজের জমি-বাড়ি নেই, স্ত্রীর আছে ১২০ ভরি স্বর্ণ Dec 29, 2025
img
২৮ দিনে দেশে এসেছে ২৯৩ কোটি ডলার রেমিট্যান্স Dec 29, 2025
img
নওয়াজউদ্দীন সিদ্দীকীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আপস করেননি অভিনেত্রী এলনাজ Dec 29, 2025
img
৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন বাদশা Dec 29, 2025
img
আরশাদ ওয়ার্সিকে দেখে মারিয়ার মা-বাবা কী বলেছিলেন? Dec 29, 2025
img
মঙ্গলবার একদিনের জন্য চট্টগ্রাম যাচ্ছেন আইজিপি Dec 29, 2025
img
অস্ত্রোপচারের পর কেমন আছেন সাজিদ, জানালেন ফারাহ Dec 29, 2025
img
ঢাকার বুকে ফিরে এলো হারিয়ে যাওয়া 'কনাই নদী' Dec 29, 2025
img
হাসনাত আব্দুল্লাহর জন্য আসন ছেড়ে কাঁদলেন জামায়াতের প্রার্থী Dec 29, 2025
img
রাতে ঢাকায় শীতের প্রকোপ বাড়বে Dec 29, 2025
img
‘তুমি শেখাবে আমাকে’? একটি কথায় বদলে গেল রাজেশ-ডিম্পলের সম্পর্কের সমীকরণ Dec 29, 2025
img
সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও ছেলে Dec 29, 2025
img
ইমাদ ওয়াসিম ও সানিয়ার বিচ্ছেদের কারণ 'তৃতীয় পক্ষ'? Dec 29, 2025
img
কোটিপতি জামায়াত আমির, আছে নগদ ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি Dec 29, 2025
দক্ষিণ আমেরিকা সফরে মায়ামি- পেরু, কলম্বিয়া ও ইকুয়েডরে ম্যাচ Dec 29, 2025
অডিশন ভিডিওতেই আলোচনায় কৃতি Dec 29, 2025
ঝলমলে পোশাকেই যত আলোচনা Dec 29, 2025