দীর্ঘদিন পর আবার কাজের ব্যস্ততায় ফিরেছিলেন সাজিদ খান। টেলিভিশনের একটি অনুষ্ঠানের শুটিংয়ে পরিচালনার দায়িত্ব নিয়ে নতুন করে স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু সেই প্রত্যাবর্তনের মাঝেই নেমে এল বিপর্যয়। শনিবার শুটিং চলাকালীন আচমকাই ঘটে দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর অনুযায়ী, শুটিংয়ের সময় সাজিদের পায়ে মারাত্মক আঘাত লাগে এবং একটি পা ভেঙে যায়। পরিস্থিতি গুরুতর হওয়ায় রবিবারই অস্ত্রোপচার করা হয় পরিচালকের। অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার খোঁজ দেন দিদি ফরাহ খান। তিনি জানান, অস্ত্রোপচার সফল হয়েছে এবং সাজিদ ধীরে ধীরে সেরে উঠছেন। চিকিৎসায় ভালোভাবেই সাড়া দিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
সাজিদের জন্য এই দুর্ঘটনা শুধু শারীরিক আঘাত নয়, মানসিকভাবেও বড় ধাক্কা। কয়েক বছর আগে বলিউডে মিটু আন্দোলনের সময় তাঁর নাম জড়িয়ে পড়ে যৌন হেনস্থার অভিযোগে। সেই ঘটনার পর থেকেই কাজ হারাতে থাকেন তিনি। ইন্ডাস্ট্রির সঙ্গে দূরত্ব বাড়ে, আর্থিক চাপ বাড়তে থাকে, অবসাদেও ভুগেছেন বলে বিভিন্ন সময়ে জানা গেছে।
দীর্ঘ বিরতির পর আবার টেলিভিশনের কাজে ফেরার সুযোগ পাওয়াকে নতুন শুরু হিসেবেই দেখছিলেন সাজিদ। কিন্তু সেই কাজের মাঝেই ঘটে যাওয়া দুর্ঘটনা যেন তাঁর জীবনের লড়াইকে আরও কঠিন করে তুলল। আপাতত হাসপাতালের শয্যায় শুয়ে সুস্থ হয়ে ওঠাই তাঁর একমাত্র লক্ষ্য।
ভক্ত ও সহকর্মীরা আশাবাদী, সব প্রতিকূলতা কাটিয়ে সাজিদ আবার স্বাভাবিক জীবনে ফিরবেন। তবে একের পর এক ধাক্কায় তাঁর জীবনের এই অধ্যায় যেন আরও একবার মনে করিয়ে দিল, বলিউডের ঝলমলের আড়ালে লুকিয়ে থাকে গভীর অনিশ্চয়তা।
এমকে/টিএ