মনোনয়নপত্র জমা দিলেন সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন

চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির হেভিওয়েট প্রার্থী আ ন ম এহসানুল হক মিলন।

সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জয়ের ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস ব্যক্ত করেন। মিলন বলেন, ‘অতীতের মতো এবারও কচুয়াবাসী আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবেন।’

তবে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি অভিযোগ করেন, ‘ভোটের পরিবেশ নষ্ট করতে এখনও একটি পক্ষ গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা চায় না দেশে গণতন্ত্র ফিরে আসুক বা জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক।’

তিনি ভোটারদের সতর্ক থাকার এবং একটি অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

এদিকে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। তিনি বলেন, ‘আমরা জোটবদ্ধভাবে এই নির্বাচনে অংশ নিয়েছি। জনগণের যে সাড়া পাচ্ছি, তাতে আমরা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

অন্যদিকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নাটকীয় পরিবেশ তৈরি হয় যখন উপজেলা বিএনপির আহ্বায়ক ও দলীয় মনোনয়ন বঞ্চিত নেতা এম এ হান্নান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে আসেন। মনোনয়নপত্র দাখিলের সময় তিনি আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের অনুরোধ ও চাপের মুখে আমি স্বতন্ত্র প্রার্থী হতে বাধ্য হয়েছি। আশা করছি সাধারণ ভোটারদের বিপুল সাড়া পাব।’

এদিন চাঁদপুরে উৎসবমুখর ও জমজমাট পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ মুহূর্তের কার্যক্রম।

সকাল থেকেই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আশপাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুরের পর থেকে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, গণফোরাম ও গণ-অধিকার পরিষদসহ স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৭০টি মনোনয়নপত্র বিতরণ করা হলেও শেষ পর্যন্ত জমা পড়েছে ৪৬টি। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন:

চাঁদপুর-২: বিএনপির ড. জালাল উদ্দীন এবং দলীয় মনোনয়ন বঞ্চিত মো. তানভীর হুদা।

চাঁদপুর-৩: ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদীন শেখ ও গণফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সেলিম আকবর।

চাঁদপুর-৪: বিএনপির কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ এবং জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

চাঁদপুর-৫: জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।

রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, জমা পড়া মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই শেষে প্রার্থীদের বৈধ তালিকা প্রকাশ করা হবে। চাঁদপুরের নির্বাচনী মাঠ এখন এই ৪৬ প্রার্থীর লড়াইয়ের অপেক্ষায়।

এসকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
যশোরে মনোনয়ন জমা দিতে পারেননি এনসিপি ও গণঅধিকার পরিষদের দুই প্রার্থী Dec 30, 2025
img
সারজিসকে সমর্থন জানিয়ে পঞ্চগড়-১ আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী Dec 30, 2025
img
নাটোরের ৪ আসনে ৩৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল Dec 29, 2025
img
নোয়াখালীতে ৬ আসনে ৬২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল Dec 29, 2025
img
পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা ইউক্রেনের Dec 29, 2025
img
কুমিল্লা-১১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী কামরুল হুদা Dec 29, 2025
img
শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন হান্নান মাসউদ Dec 29, 2025
img
নতুন ছক্কার রেকর্ড, গেইলকে টপকালেন তামিম Dec 29, 2025
img
বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল Dec 29, 2025
img
পিরোজপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মাসুদ সাঈদী Dec 29, 2025
img
জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, হবে সরাসরি সম্প্রচার Dec 29, 2025
img
এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে : ডা. তাহের Dec 29, 2025
img
বিদ্রোহী প্রার্থী হওয়ায় ময়মনসিংহ-৬ আসনে জামায়াত নেতা বহিষ্কার Dec 29, 2025
img
তাসনিম জারার রহস্যময় পোস্ট Dec 29, 2025
img
জকসু নিয়ে ন্যারেটিভের জরিপ, শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির Dec 29, 2025
ট্রাম্পের শান্তির প্রচেষ্টা বিশ্বজুড়ে প্রশংসা পাচ্ছে: পুতিনের বিশেষ দূত Dec 29, 2025
কমিটমেন্টের চেয়ে ৫গুন বেশি কাজ করবে বর্তমান ডাকসু প্রতিনিধিরা :ডাকসু ভিপি Dec 29, 2025
img
ঝালকাঠি-১ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ডা. মাহমুদা মিতু Dec 29, 2025
img
মনোনয়নপত্র জমা দিলেন সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন Dec 29, 2025
img

নাহিদ ইসলাম

যেখানে জোটের প্রার্থী থাকবে আমরা তার পক্ষে কাজ করব Dec 29, 2025