কুমিল্লা ১১ (চৌদ্দগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা শেষে কামরুল হুদা বলেন, ‘আমরা বিশ্বাস করি আসন্ন সংসদ নির্বাচন সন্ত্রাস মুক্ত নির্বাচন হবে। সারা দেশের ন্যায় ধানের শীষ চৌদ্দগ্রামে বিপুল ভোটে জয় লাভ করবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, ‘গত ১৭ বছর আমরা যে আন্দোলন করেছি ভোটাধিকারের জন্য তারা সেই ভোটাধিকার থেকে মানুষকে বিরত রাখতে চায়। চৌদ্দগ্রামের মানুষ ভোট দিয়ে তাদের প্রাণের প্রতীক ধানের শীষকে নির্বাচিত করবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন— কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ মজুমদারসহ প্রমুখ।
ইউটি/টিএ