কিশোরগঞ্জে দাখিলের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন কিশোরগঞ্জের ৬টি আসনের বিভিন্ন দলসহ স্বতন্ত্র প্রার্থীরা।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মোট ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে ১১ জন স্বতন্ত্র প্রার্থী।
কিশোরগঞ্জ-১ আসনে ১৩ জন, কিশোরগঞ্জ-২ আসনে ৮ জন, কিশোরগঞ্জ-৩ আসনে ১০ জন, কিশোরগঞ্জ-৪ আসনে ৯ জন, কিশোরগঞ্জ-৫ আসনে ৮ জন ও কিশোরগঞ্জ- ৬ আসনে ১০ জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন। এদিন কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা মন্ত্রী ড. এম ওসমান ফারুক করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান তার নির্বাচনী এলাকায় মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে, কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ আহসানুল হুদা এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ রমজান আলী বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রানিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল।
এদিকে কিশোরগঞ্জ -১ আসনে সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ হিলালী, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাবেক সড়-সভাপতি রেজাউল করিম খান চুন্নু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।