বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাত ১১টা ৪০ মিনিটেও তারেক রহমান হাসপাতালেই অবস্থান করছিলেন।
এদিন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও হাসপাতালে এসেছিলেন। এ ছাড়া সোমবার খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কন্যা জাহিয়া রহমান, ছোট ভাই শামিম ইস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমানও হাসপাতালে এসেছিলেন।
খালেদা জিয়ার চিকিৎসাকে ঘিরে আগে থেকেই হাসপাতাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে হাসপাতালের প্রধান ফটক।
নিরাপত্তায় রয়েছেন, বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরাও। ৮০ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুসের জটিল সমস্যায় ভুগছেন। চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে।
এবি/টিকে