সারাদেশে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এ অভিযান পরিচালনা করে ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে মোট ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
এতে বলা হয়, পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ৩২ হাজার ৫২৪টি মোটরসাইকেল এবং ৪৬ হাজার ৬১৪টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৪৬৭টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।
এবি/টিকে