সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথে টেলিফোনে কথা বলেছেন পাক উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তাদের মধ্যে কথা হয় বলে বুধবার (৩১ ডিসেম্বর) এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
এ সময় প্রিন্স ফয়সালকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানান দার। জবাবে পাল্টা অভিনন্দনও জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
এতে বলা হয়, পররাষ্ট্র দপ্তর (এফও) এক সরকারি বিবৃতিতে জানিয়েছে, ফোনালাপের সময় দুই নেতা এই অঞ্চলের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় করেন এবং সাম্প্রতিক ঘটনাবলীর মূল্যায়ন করেন।
এফও অনুসারে, উপ-প্রধানমন্ত্রী পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার জন্য ইসলামাবাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
জবাবে, প্রিন্স ফয়সাল দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি এবং গভীর করার জন্য সৌদি আরবের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।
কথোপকথনে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক, সেইসাথে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে তাদের যৌথ আগ্রহের প্রতিফলন ঘটে।
টিজে/এসএন