করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতালির ১০ শহর বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনের হুবেই প্রদেশের উহান শহরসহ বেশ কয়েকটি শহর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এবার করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১০টি শহর বন্ধ ঘোষণা করেছে ইতালি।

বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ওই ১০টি শহরের বাসিন্দাদের সার্বিক যোগাযোগ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে ইতালিয়ান সরকার। এছাড়া অন্য শহর থেকেও যেন কেউ ওই ১০ শহরে প্রবেশ না করে সে ব্যাপারেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এদিকে ইতালির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাসে দেশটিতে এরই মধ্যে ১৭জন আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটির উত্তরাঞ্চলের লম্বার্ডি এলাকায় ১৫ জন নতুন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। নতুন করে ১৫ জন আক্রান্ত হওয়ার পরপরই ১০টি শহর বন্ধ করে দেয়া হয়েছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: