পটুয়াখালী কারাগারে অসুস্থ হওয়ার পর বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শফিকুল আলম বাবুল খান (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে তিনি মারা যান। ওই দিনই সন্ধ্যার পর তিনি পটুয়াখালী কারাগারে অসুস্থ হয়ে পড়লে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শফিকুল আলম বাবুল খান (৫৫) পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। এছাড়াও তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। পুলিশ ও কারা সূত্র জানায়, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় পটুয়াখালী জেলার কলাপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকা থেকে বাবুল খানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর থেকেই তিনি পটুয়াখালী জেলা কারাগারে বন্দি ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যার দিকে কারাগারে থাকা অবস্থায় হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বুকে তীব্র ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়।
চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে হাসপাতালে নেওয়ার পরও তাকে বাঁচানো যায়নি।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছিল। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে।
ইউটি/টিএ