ইরানি জাতি সর্বশক্তি দিয়ে শহিদ জেনারেল কাসেম সোলেইমানির দেখানো আদর্শ ও পথ অনুসরণ করে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী তেহরানের ইমাম খোমেনি (রহ.) গ্র্যান্ড মসজিদ (মোসাল্লা) প্রাঙ্গণে কাসেম সোলেইমানির শাহাদাতের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরানি জাতি শহিদ সোলেইমানির চরিত্র, আদর্শ ও পথ শক্তির সঙ্গে অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনের দীর্ঘ ও কল্যাণময় জীবন কামনা করে শহীদ সোলেইমানিকে নৈতিকতা, সততা, সাহস, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নিপীড়িত মানুষের বাস্তব রক্ষায় এক অনন্য আদর্শ হিসেবে উল্লেখ করেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আজ আমাদের একত্রিত করেছে সেই পথ যা আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে এবং এই পথ হলো শহিদদের, বিশেষ করে শহীদ সোলেইমানির পথ।
ঐক্য, জাতীয় সংহতি ও নেতার প্রতি আনুগত্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে পেজেশকিয়ান বলেন, ‘শুধুমাত্র ইসলামী বিশ্বের অভ্যন্তরীণ ঐক ও সংহতির মাধ্যমেই আমরা অত্যাচারী, স্বৈরাচারী ও গণহত্যাকারী শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারি।’
তিনি বলেন, তার সরকার বিপ্লবী নেতার নীতিমালা সম্পূর্ণরূপে বাস্তাবায়ন করতে এবং জনগণের সেবার পথে বিভেদ ও গুজবকে কোনোভাবেই বাধা হতে দেবে না।
তথ্যসূত্র: মেহের নিউজ এজেন্সি
আরপি/এসএন