ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে স্মরণীয় করে রাখতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম অস্থায়ী হলের নামকরণ করা হলো ‘শহীদ ওসমান হাদী হল’।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওসমান হাদির নামে হলের নামকরণ করেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে জীবনদানকারী শহীদ ওসমান হাদীকে চির স্মরণীয় করে রাখতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম অস্থায়ী হলের প্রথম নামকরণ করা হয় শহীদ ওসমান হাদির নামে।
তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হলে প্রথম স্থায়ী হল হবে শহীদ ওসমান হাদি নামে। শরিফ ওসমান হাদির নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হল। এ সময় রায়হান উদ্দিন, মুইজ ও জাকারিয়া জিহাদসহ অন্য ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
এবি/টিকে