আগামী ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ব্যর্থ হলে এর দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জকসু নির্বাচন না করার জন্য নানা চক্রান্ত চলছে। কাদের প্ররোচনায় এই নির্বাচন পিছিয়েছে, তা সবাই জানে। এর আগেও কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন পেছানোর পেছনে কারা চক্রান্ত করেছিল, সেটিও সবার কাছে পরিষ্কার।
সাদ্দাম বলেন, জকসু নির্বাচন করতে ব্যর্থ হলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে বহন করতে হবে। শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে বদ্ধপরিকর। এর আগে গত ৩০ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় ওই দিনের নির্বাচন স্থগিত করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা। পরে নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে আরেকটি সিন্ডিকেট সভায় নির্বাচনের পরবর্তী তারিখ ৬ জানুয়ারি নির্ধারণ করা হয়।
এসএস/টিকে