ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী-১ আসনে ৪ জন ও রাজবাড়ী-২ আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। এসময় রাজবাড়ী-১ আসনে ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয় এবং রাজবাড়ী-২ আসনের ৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় রাজবাড়ী-১ আসন ও দুপুর ১২টার রাজবাড়ী-২ আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার এ ঘোষণা দেন।
জানা গেছে, রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে ৪ জন প্রার্থী গত ২৯ ডিসেম্বর রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন।
তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাকের পার্টি থেকে মোহাম্মদ আলী বিশ্বাস, জাতীয় পার্টি (জিএম কাদেরের অংশ) থেকে খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম। এই চারজন প্রার্থীর সবার মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
অপরদিকে, রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসন থেকে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন মোট ১২ জন প্রার্থী। এর মধ্যে ৭ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৫ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী হারুন-অর-রশিদ, জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ হারুন-অর-রশিদ, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো. শফিউল আজম খান, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জাহিদ শেখ, এনসিপির প্রার্থী জামিল হিজাজী, খেলাফত মজলিসের প্রার্থী কাজী মিনহাজুল আলম, স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু।
এছাড়া রাজবাড়ী-২ আসনে মনোনয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. আব্দুল মালেক মন্ডল। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহা. আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ কুতুবউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী মুজাহিদুল ইসলাম।
আরপি/টিএ