সারজিস-নওশাদের একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও এনসিপি মনোনীত প্রার্থী সারজিস আলম এবং একই আসনের বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করেছেন।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাইপর্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তারা পরস্পর কোলাকুলি করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করেন।

সারজিস আলম বলেন, বিএনপির প্রার্থী নওশাদ জমির ভাইসহ আমরা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এই কার্যক্রম সম্পন্ন করছি। নির্বাচনের শেষ দিন পর্যন্ত এবং নির্বাচনের পরেও আমাদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণের প্রতি ও দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা সবসময় অটুট থাকবে।

তিনি আরও বলেন, দিনশেষে আমাদের দল আলাদা হতে পারে, আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু পঞ্চগড় ও দেশের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করে যাব। সম্ভবত এই প্রথম বিএনপির প্রার্থী ও সমমনা ১১ দলের একজন প্রার্থী একসঙ্গে প্রেস ব্রিফিং করছি। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পঞ্চগড়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

এ সময় ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দল গভীর শোকের মধ্যে রয়েছে। শোকের মাঝেও সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমরা নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পঞ্চগড়-১ আসনে আমারসহ সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, সারজিস আলম যা বলেছেন, তাতে আমি সম্পূর্ণ একমত। দল ও আদর্শ ভিন্ন হতে পারে, তবে বাংলাদেশের জন্য এবং পঞ্চগড়ের মানুষের কল্যাণে আমরা সবাই সমানভাবে কাজ করে যাব। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।

জানা গেছে, পঞ্চগড় জেলার দুটি আসনে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বাছাইপর্বে পঞ্চগড়-১ আসনে একজন এবং পঞ্চগড়-২ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান।

এর মধ্যে পঞ্চগড়-১ আসনে সাতজন এবং পঞ্চগড়-২ আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। পঞ্চগড়-১ আসনে জাগপা প্রার্থী রাশেদ প্রধানের মনোনয়ন বাতিল করা হয়। এ ছাড়া, পঞ্চগড়-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রাহিমুল ইসলাম বুলবুল, মাহমুদ হোসেন সুমন, জাগপা প্রার্থী রাশেদ প্রধান, এলডিপি প্রার্থী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান এবং কমিউনিস্ট পার্টির আশরাফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভারতও বাংলাদেশের বেলায় পাকিস্তানের মতো ব্যবস্থার কথা ভাবছে Jan 04, 2026
img
এলপি গ্যাসের নতুন মূল্য জানা যাবে আজ Jan 04, 2026
img
বরিশালে আগুনে পুড়ল মাদ্রাসা Jan 04, 2026
img
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি Jan 04, 2026
img
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ Jan 04, 2026
img
ভেনেজুয়েলায় মাচাদোকে ক্ষমতায় বসাতে চান ট্রাম্প! Jan 04, 2026
img
‘কাভি খুশি কাভি গাম টু’ নিয়ে কি নতুন পরিকল্পনায় করণ জোহর? Jan 04, 2026
img
জামায়াতের সঙ্গে জোটই এনসিপি থেকে সরে দাঁড়ানোর কারণ নয়: তাজনূভা জাবীন Jan 04, 2026
img
বাছাই শেষে যশোর-৫ ও ৬ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল Jan 04, 2026
img
বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ ঘোষণা Jan 04, 2026
img
টানা ৯ম জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা Jan 04, 2026
img
৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, লাখো মুসল্লির সমাগম Jan 04, 2026
img
আমানের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল Jan 04, 2026
img
ভেনেজুয়েলায় ‘শান্তিপূর্ণ সমাধানে’ মধ্যস্থতার প্রস্তাব স্পেনের Jan 04, 2026
img
ঢাকা-১২ আসনে সাইফুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা Jan 04, 2026
img
ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে কাজ করছে ডিএমপি: কমিশনার সাজ্জাত Jan 04, 2026
যুক্তরাষ্ট্রের হাতে আটক হয়েছিলেন যে সকল রাষ্ট্রপ্রধান Jan 04, 2026
স্ত্রীসহ মাদুরোর বিচার হবে যুক্তরাষ্ট্রের আদালতে Jan 04, 2026
img
বরিশালে আটকে গেল বিএনপি প্রার্থী সান্টুর মনোনয়ন Jan 04, 2026
হাদি হত্যার বিচার নিয়ে তাড়াহুড়ার সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা Jan 04, 2026