ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি নির্বাচনী আসনের মধ্যে তিনটি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে বিএনপির একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থীসহ সাতজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর আগে শুক্রবার তিনটি আসনের ছয়জনের মনোনয়নপত্র বাতিল হয়।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া), ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) এই তিনটি আসনের ৩৬ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।
যাচাই-বাছাই শেষে ৩৬ জন প্রার্থীর মধ্যে সাতজন স্বতন্ত্র প্রার্থীর ভোটার তালিকায় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরজনিত জটিলতায় প্রার্থিতা বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে নাসির উদ্দিন হাজারী, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মুসা সিরাজী এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি (সদ্য বহিষ্কৃত) মেহেদী হাসান পলাশ, শাহমুর্তুজ আলী, মো. আবু কায়েস শিকদার, কাজী জমির উদ্দিন, দেওয়ান মো. নাজমুল হুদা।
যাচাই-বাছাইয়ে ওই তিনটি আসনে বিএনপি, জামায়াত ও জোট প্রার্থীদের মনোনয়নপত্রে কোনো জটিলতা না থাকায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক শারমীন জাহান আক্তার জানান, প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
এবি/টিকে