বরিশালে চার প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া বেশ কিছু অসঙ্গতি থাকায় বিএনপি-জামায়তসহ ৮ প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সভা কক্ষে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে পাঁচ প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী কামরুল ইসলাম খানের হলফনামায় উল্লেখ করা আয়করের সঙ্গে অসঙ্গতি থাকায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। তবে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন, স্বতন্ত্র প্রার্থী আব্দুস সোবাহান, ইসলামী আন্দোলনের মো. রাসেল সরদার ও জাতীয় পার্টি (জেপি) ছেরনিয়াবাত সেকেন্দার আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের মোট ১০ প্রার্থীর মধ্যে একজনের বাতিল, স্থগিত করা হয়েছে পাঁচজন ও বৈধ ঘোষণা করা হয়েছে চার প্রার্থীর মনোনয়ন। অঙ্গীকারনামা না থাকায় বাতিল করা হয়েছে জাসদের আবুল কালাজ আজাদের মনোনয়ন। আয়কর নিয়ে অভিযোগ থাকায় বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর ও জামায়াতে ইসলামীর প্রার্থী আ. মান্নান মনোনয়ন স্থগিত করা হয়েছে আয়কর না থাকায়।
এ ছাড়া আরও স্থগিত করা হয়েছে জাতীয় পার্টির মনোনীত এম এ জলিল, কংগ্রেসের আব্দুল হক, এনপিপি সাহেব আলীর মনোনয়ন। বৈধ ঘোষণা করা হয়েছে বাসদের তারিকুল ইসলাম, রনজিৎ কুমার বাড়ৈ, খেলাফত মজলিসের মুন্সি মোস্তাফিজুর রহমান ও ইসলামী আন্দোলনের নেছার উদ্দিন আহমেদ।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মোট ৯ প্রার্থীর মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে চারটি, বাতিল করা হয়েছে তিনটি এবং স্থগিত করা হয়েছে দুটি মনোনয়ন।
বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন: জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলনের মো. সিরাজুল ইসলাম, গণ অধিকার পরিষদের ইয়ামিন এইচ এম ফারদিন ও আমার বাংলাদেশ (এবি) পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
দলীয় প্রধানের অঙ্গীকারনামা না থাকায় বাতিল করা হয়েছে জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস ও ফকরুল আহসানের মনোনয়ন। একইসঙ্গে ভোটারদের সমর্থনের অঙ্গীকারনামা না থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্দুস সত্তার খানের মনোনয়ন বাতিল হয়েছে।
দ্বৈত নাগরিকত্ব থাকায় স্থগিত হয়েছে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু ও দলীয় সমর্থনের অঙ্গীকারনামা না থাকায় স্থগিত হয়েছে জাতীয় পার্টির মো. আজিমুল মাহমুদ জিয়াদের মনোনয়ন।
কেএন/টিকে