চট্টগ্রামের তিনটি আসনে ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম-৫ আসনে ৪ জন, চট্টগ্রাম-৭ আসনে ৩ জন ও চট্টগ্রাম-১২ আসনে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) চট্টগ্রামের দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
চট্টগ্রাম-৫ আসনে মনোনয়ন বাতিল হয় জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের। নির্বাচন কমিশন জানিয়েছে, দলীয় মনোনয়নপত্র সঠিক না হওয়ার তার মনোনয়ন বাতিল করা হয়েছে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী এস. এম. ফজলুল হল, শাকিলা ফারজানা ও মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদের মনোনয়ন বাতিল করা হয়। তাদের দেওয়া এক শতাংশ ভোরটারের তথ্য সঠিক না হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।
চট্টগ্রাম-৭ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. আব্দুর রহমান, গণঅধিকার পরিষদের মো. বেলাল উদ্দিন ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রমোদ বরণ বড়ুয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে। এবি পার্টির আব্দুর রহমান মনোনয়নপত্রে সমর্থনকারীর স্বাক্ষর না থাকা এবং গণঅধিকারের বেলাল উদ্দিন ও কমিউনিস্ট পার্টির প্রমোদ বরণ বড়ুয়ায় দলীয় মনোনয়ন সঠিক না হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
চট্টগ্রাম-১২ আসনে ঋণখেলাপি হওয়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এম. এয়াকুব আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আসনটিতে স্বতন্ত্র দুই প্রার্থী সৈয়দ সাদাত আহমেদ, মুহাম্মদ সাখাওয়াত হোসাইন ও জাতীয় পার্টির সিরাজুল ইসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।
চট্টগ্রাম-৭ ও চট্টগ্রাম-১২ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘দুই আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদোর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষরের তথ্য সঠিক না থাকায় মনোনয়ন বাতিল করা হয়।’
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (সাধারণ) মো. হেদায়েত উল্লাহ জানান, ‘চট্টগ্রাম-৫ আসন থেকে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।’
এদিকে চট্টগ্রাম-৪ ও চট্টগ্রাম-৬ আসনে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
কেএন/টিকে