য়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী জেলার তিনটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম রবিবার সম্পন্ন হয়েছে। ফেনীর ৩টি আসনে দাখিলকৃত ৩৫টি মনোনয়নপত্রের মধ্যে ২২ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক।
এর মধ্যে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আবদুল আউয়াল মিন্টু দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের একাধিকবার সভাপতি ছিলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হওয়ার আগে তিনি দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। হলফনামার তথ্য অনুযায়ী, আবদুল আউয়াল মিন্টুর নিজের নামে কোনো ঋণ নেই। তবে তার সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ২৯৪ কোটি টাকা ঋণ দেখিয়েছেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা মনিরা হক জানান, যাচাই-বাছাই প্রক্রিয়া সুষ্ঠু ও নিয়মানুযায়ী সম্পন্ন হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন।
এবি/টিকে