বিএনপি সব সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে, সেজন্য আমাদের দল ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
রোববার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানের নির্বাচন পরিচালনা নতুন অফিসে কমিটির প্রথম মিটিং শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
নজরুল ইসলাম বলেন, ‘আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন আশা করি, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যে ভূমিকা পালন করা দরকার বিএনপি তাই করবে।’
তিনি আরও বলেন, আমরা আশা করবো আপনারা আপনাদের বিবেক-বুদ্ধি ও অভিজ্ঞতা দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য সহযোগিতা করবেন।
এসএন