তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক

ব্যবসায়ীদের সমস্যা সমাধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন- এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন।


রোববার (৪ জানুয়ারি) রাতে তারেক রহমান দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে মীর নাসির এ কথা জানান।

তিনি বলেন, আমরা বৈঠক করতে আসিনি, এসেছিলাম শোক জানাতে। যেহেতু বেগম জিয়া বাংলাদেশের ইতিহাসে তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, পথিকৃৎ ছিলেন, তাই এসেছিলাম শোক জানাতে। তবে তারেক রহমান আমাদের সমস্যার কথা শুনতে চেয়েছেন, ক্ষমতায় এলে সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন।

মীর নাসির বলেন, আমরা জ্বালানি, আইনশৃঙ্খলা, শিক্ষা ব্যবস্থা এসব সমস্যার কথা তুলে ধরেছি। সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

এফবিসিআইয়ের সাবেক সভাপতি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুবই আন্তরিকভাবে আমাদের কথা শুনেছেন, নোট নিয়েছেন। আমরা বলেছি অর্থনৈতিক উন্নয়ন চাইলে ব্যবসায়ীদের সফল করতে হবে। তিনি ব্যবসায়ীদের জন্য কাজ করার আশ্বাস দিয়েছেন।

বৈঠক বিষয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, ব্যবসায়ীদের সম্মান অত্যন্ত জরুরি। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলো কর্মসংস্থানের। প্রতিষ্ঠান কমে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে। অর্থনীতি এক নম্বর। এটাকে দাঁড় করাতে হলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। আমরা এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। ক্ষমতায় এলে তারেক রহমান ব্যবসায়ীদের নিয়ে স্বচ্ছতা আনবেন, ব্যবসা সহায়ক পরিবেশ তৈরি করবেন বলে আশ্বস্ত করেছেন।

ব্যবসায়ী প্রতিনিধিরা এ সময় স্টক মার্কেট ভাইব্রেন্ট ও ব্যাংকগুলোর অবস্থা উন্নত করারও দাবি জানান। সর্বোপরি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মব কালচার বন্ধের জোর দাবি জানান তারা।

বৈঠকের বিষয়ে দলের পক্ষ থেকে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির প্রতি আস্থা রেখেছেন ব্যবসায়ীরা।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুও উপস্থিত ছিলেন।

বৈঠকে ব্যবসায়ীদের মধ্যে অংশ নেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেইন আকবর আলী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিটিএমএ’র সাবেক সভাপতি মতিন চৌধুরী, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, উত্তরা মোটর করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমান, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান, বিজিএমইএ’র সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, বিকেএমইএ’র সাবেক সভাপতি ফজলুল হক, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির, বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএ’র সভাপতি শওকত আজিজ, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, আইসিসি বাংলাদেশের নির্বাহী সদস্য ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী।

এছাড়া পারটেক্স গ্রুপের আজিজুল কায়সার, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি হোসেন খালেদ, ডিসিসিআইয়ের সভাপতি তাসকিন আহমেদ, বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার, বিসিএমইএ’র সভাপতি ময়নুল ইসলাম, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বিএপিআই) সভাপতি আব্দুল মোকতাদির, বিএবির সভাপতি আব্দুল হাই সরকার, সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক, বিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামিম এহসান এবং ইউসিবিএলের চেয়ারম্যান শরীফ জহির বৈঠকে উপস্থিত ছিলেন।

টিজে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদনে চ্যালেঞ্জ দেখছেন আকাশ চোপড়া Jan 05, 2026
img
দখলের ইঙ্গিত দিয়ে ট্রাম্প বললেন, ‘গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন’ Jan 05, 2026
img
চলন্ত ট্রেনের হুক ছিঁড়ে বিচ্ছিন্ন দুই বগি Jan 05, 2026
img
তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে জোনায়েদ সাকির প্রতিক্রিয়া Jan 05, 2026
img
নিজের তৈরি সংস্থা থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত জোকোভিচের! Jan 05, 2026
img
মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারা Jan 05, 2026
img
মাদুরোকে আটককালে কিউবার ৩২ সেনা ও গোয়েন্দাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র Jan 05, 2026
img
বিএনপি স্বাধীনতার ডাক দিয়ে পালিয়ে যায়নি: ডা. জাহিদ Jan 05, 2026
img
ব্যবসায়ীদের সম্মানটা অত্যন্ত জরুরি : বিসিআই সভাপতি Jan 05, 2026
img
ভোটের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে অনন্য নাম খালেদা জিয়া: মঈন খান Jan 05, 2026
img
‘মেরি জিন্দেগি হে তু’ গানে মেতেছে নেটিজেনরা Jan 05, 2026
img
ভেনেজুয়েলার পর ইরানে ‘কঠিন হামলার’ হুমকি ট্রাম্পের Jan 05, 2026
img
প্রধান উপদেষ্টার শোকবার্তা গ্রহণ করলেন তারেক রহমান Jan 05, 2026
img
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেতা তিনু করিম Jan 05, 2026
img

সুপ্রিম কোর্ট প্রশাসন

সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে নিতে হবে আদালত অবমাননার দায় Jan 05, 2026
img
আসাম থেকে তিন মাসে ২ হাজার জনকে 'পুশ' করা হয়েছে বাংলাদেশে: হিমন্ত বিশ্ব শর্মা Jan 05, 2026
img
জকসু নির্বাচন : হাতে ভোট গণনার দাবি ছাত্রদল প্যানেলের Jan 05, 2026
img
নতুন বছরে পুঁজিবাজারে প্রথম পতন, কমল লেনদেনও Jan 05, 2026
img
বিশ্বকাপের আগে হামজাদের ফিফা উইন্ডোতে আমন্ত্রণ Jan 05, 2026
img
এ সরকার নয়, থার্ড টার্মিনাল চালু হবে পরবর্তী সরকার আমলে : শেখ বশির উদ্দিন Jan 05, 2026