বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় গণফোরামের তথ্য ও গণমাধ্যম সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কামাল হোসেন ফুসফুসের গুরুতর সমস্যায় ভুগছিলেন।
গত শুক্রবার তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। দলের পক্ষ থেকে আমরা দেশবাসীর কাছে তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি।’
কামাল হোসেন সর্বশেষ গত ৩১ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউতে গিয়েছিলেন।
৮৮ বছর বয়সী কামাল হোসেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ। তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।
এমআর/টিএ