এবার নির্বাচন করতে অনুদান চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিন। তিনি নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচন করছেন।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে আল আমিন তাঁর নিজ ফেসবুক অ্যাকাউন্টে উন্মুক্ত ডোনেশনের আহ্বান জানিয়ে পোস্ট দেন। দ্রুতই বিষয়টি সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে আসে।
ডোনেশনের অর্থ হিসেবে কত টাকা আসছে আর কত খরচ হচ্ছে, প্রতিটি হিসাব প্রমাণসহ জানানোর কথাও বলেছেন তিনি। এ বিষয়ে আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আমাদের নির্ধারিত লক্ষ্য পূরণ হয়ে গেলেই উন্মুক্ত ডোনেশন বন্ধ করে দেব। এরই মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণের অর্থে নির্বাচন করার মধ্য দিয়ে আমি জবাবদিহির পথ সুগম করছি।
সেই সঙ্গে পুরনো বন্দোবস্ত দূরে ঠেলে আমরা নতুন ধারার রাজনীতির সূচনা করতে চাই।’
এমআর/টিএ