নেত্রকোনা-৪ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য জলি তালুকদারের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথমে স্থগিত করা হলেও রোববার (৪ জানুয়ারি) তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেন জেলা রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান।
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির মতো বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র মিলিয়ে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে শনিবার (৩ জানুয়ারি) ২২ জনের মনোনয়নপত্র বৈধ, ৫ জনের মনোনয়নপত্র বাতিল ও ৩ জনের প্রার্থিতা স্থগিত করা হয়।
স্থগিত তালিকায় ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার। তিনি নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেন। রোববার তার প্রার্থিতা বৈধ বলে ঘোষনা করা হয়।
একই আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, স্বতন্ত্র হিসেবে বাবর পত্নী তাহমিনা জামান, জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার ও ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. মুখলেছুর রহমান লড়ছেন।
এমআর/টিএ