সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অনুষ্ঠিত এক শোকসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থীকে (স্বতন্ত্র) সব ধরনের মান অভিমান ভুলে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানানো হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) বিকেলে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উপজেলা বিএনপি আয়োজিত শোকসভায় এ আহবান জানান জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিম।
শোকসভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে তকদীর জসিম বলেন, আমরা যে যা কিছুই বলি না কেন, শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শ মানলে দিনশেষে আমাকে আপনাকে ধানের শীষের পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সুতরাং আসন্ন সংসদ নির্বাচনে আমরা বিএনপি কর্মীরা যেই ভাইয়ের গ্রুপই করি না কেন, নির্বাচনের দিন কিন্তু ধানের শীষ প্রতীকেই সবাই ভোট দেব।
তিনি বলেন, এই নবীনগর আসনে আমিসহ মোট ৭ জন বিএনপির মনোনীত প্রার্থী এম এ মান্নানের মনোনয়ন ‘রিভিউ’ চেয়েছিলাম। কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্ব সেটি গ্রহণ না করায় আমরা সবাই এখন বিএনপির ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করব। তাই সবার প্রতি আহবান জানাচ্ছি, ধানের শীষের প্রার্থী মান্নান ভাইয়ের পক্ষেই আমরা কাজ করে তাঁকে (মান্নান) বিজয়ী করব ইনশাআল্লাহ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল করিম ও সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর সঞ্চালনায় উপজেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার এ শোকসভায় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখলেও দ্বিধাবিভক্ত উপজেলা বিএনপির ‘কাজী তাপস’ গ্রুপের নেতাকর্মীরা এতে অনুপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এ আসনের সাবেক চারবারের এমপি মরহুম কাজী আনোয়ার হোসেনের সন্তান কাজী নাজমুল হোসেন তাপস মনোনয়নপত্র জমা দেন।
ইতিমধ্যেই মনোনয়ন বাছাই শেষে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে তাঁর অনুসারী নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তিনি বেশ জোরেসোরেই নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।
টিজে/টিএ