ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ‘ঠিক কাজ না করলে’ তাকে নিকোলাস মাদুরোর চেয়েও ‘চড়া মূল্য’ দিতে হতে পারে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ভেনেজুয়েলার মতো অন্য যেকোনো রাষ্ট্র বা দেশে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
দ্য আটলান্টিক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘যদি সে (ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট) ঠিক কাজ না করে, তবে তাকে খুব চড়া মূল্য দিতে হবে, সম্ভবত মাদুরোর চেয়েও বেশি।’
কারাকাস থেকে মার্কিন সেনাদের অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর ট্রাম্প শুরুতে রদ্রিগেজের প্রশংসা করেন। তবে পরে দেশের নিজস্ব প্রাকৃতিক সম্পদ রক্ষা করার কথা জানান রদ্রিগেজ।
এরপরই ট্রাম্প সতর্ক করে বলেন, রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করলে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফা হামলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তিনি বলেন,
যারা নতুন করে শপথ নিয়েছে (ভেনেজুয়েলায়), আমরা তাদের সঙ্গে কাজ করছি। আমরা ফের হামলার জন্য প্রস্তুত ছিলাম, সব প্রস্তুত ছিল, তবে মনে হয় তার প্রয়োজন হবে না। সঠিক সময়ে নির্বাচন হবে।
ভেনেজুয়েলার তেল ও অন্যান্য সম্পদে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ প্রবেশাধিকার প্রয়োজন’ বলেও মন্তব্য করেন ট্রাম্প। মাদুরোকে শক্তি প্রয়োগ করে আটক করার সিদ্ধান্তের পক্ষেও সাফাই দেন ট্রাম্প। বলেন, ‘পুনর্গঠন হোক বা শাসন পরিবর্তন যাই বলুন না কেন–বর্তমান অবস্থার চেয়ে এটা ভালো। এর চেয়ে খারাপ আর হতে পারে না।’
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের গলফ কোর্সে পৌঁছানোর সময় টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এসময় ট্রাম্প আরও সতর্ক করেন, ভেনেজুয়েলার মতো অন্যান্য দেশও মার্কিন হস্তক্ষেপের মুখে পড়তে পারে। ডেনমার্কের অংশ ও ন্যাটোভুক্ত দেশ গ্রিনল্যান্ড সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের গ্রিনল্যান্ড দরকার।’
কিউবা প্রসঙ্গে তিনি বলেন, ‘কিউবা ভেঙে পড়ার পথে’, এবং ভেনেজুয়েলার ভর্তুকিপ্রাপ্ত তেল না পেলে হাভানার পক্ষে টিকে থাকা কঠিন হবে বলেও মন্তব্য করেন। বলেন, ‘আমার মনে হয় না কোনো পদক্ষেপ নিতে হবে। এটা এমনিতেই ভেঙে পড়ছে।’
কলম্বিয়া ও মেক্সিকোকে সতর্ক করে ট্রাম্প বলেন,
একজন অসুস্থ মানুষ কলম্বিয়া শাসস করছে। তিনি বেশিদিন থাকবেন না। অপারেশন কলম্বিয়া নামটা আমার কাছে ভালো মনে হয়েছে। মেক্সিকোর সঙ্গেও আমাদের কিছু করতে হবে। মেক্সিকোকে ঠিক পথে আসতে হবে। আর ঠিকভাবে আচরণ না করলে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফা হামলা চালানো হবে।
এর আগে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক’ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। মার্কিন বাহিনী কারাকাসে হামলা চালিয়ে নিকোলাস মাদুরোকে আটক করার পর তিনি টেলিগ্রামে লেখেন, ‘যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্কের দিকে এগোনো আমাদের অগ্রাধিকার।’
তিনি আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র সরকারকে যৌথ উন্নয়নকেন্দ্রিক সহযোগিতার একটি এজেন্ডায় একসঙ্গে কাজ করার আমন্ত্রণ জানাচ্ছি।’
অভিযান চালিয়ে আটকের পর নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্ক সিটির উত্তরের একটি ছোট বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। কারাকাসের একটি সামরিক ঘাঁটিতে অবস্থিত তাদের বাসভবন থেকে এই অভিযানে তাদের আটক করা হয়, যাকে মাদুরোর সরকার ‘সাম্রাজ্যবাদী আগ্রাসন’ বলে অভিহিত করেছে। এই দম্পতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক-সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
ইউটি/টিএ