দেশ গঠনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান এবং তার আপসহীন নীতি এ দেশের মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
আজ ৫ জানুয়ারি সোমবার রাজধানীতে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত পুষ্পার্ঘ্য অর্পণ, সুরা ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ছিলেন দৃঢ় ও আপোষহীন এক নেতৃত্ব। দলের দুঃসময়ে তিনি বিএনপির হাল ধরেছিলেন এবং সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, আজ বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। তার অভাব শুধু বিএনপি নয়, গোটা দেশই গভীরভাবে অনুভব করছে।
এসময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্মানিত করেছে, যা ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।