সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম (এফ) পাকিস্তানের আমির মুফতি ফজলুর রহমান।
সোমবার (৫ জানুয়ারি) শোকবার্তা গ্রহণের চতুর্থ দিনে তিনি ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন এবং শোক বইতে স্বাক্ষরের মাধ্যমে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান।
জমিয়তের মুখপাত্র আসলাম গোরি দলের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন, মাওলানা ফজলুর রহমান বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও সুরা ফাতেহা পাঠ করেছেন।
এ সময় তিনি দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স ইশরাত জাহানের সঙ্গে সৌজন্য আলাপ করেন।
এমকে/টিএ