বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বেগম খালেদা জিয়ার জানাজাই প্রমাণ করেছে তিনি এদেশের মানুষের কত আপনজন ছিলেন। তিনি এদেশের নির্যাতিত ও নিপীড়িত সকল মানুষের দোয়া পেয়েছেন। সারা বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা তার নসিব হয়েছে। এতেই বোঝা যায় তিনি এদেশের মানুষের কত প্রিয় ছিলেন এবং এদেশের মানুষ তার উপর কতটা আস্থা ও ভরসা রাখতেন।
সোমবার (৫ই জানুয়ারি) বিকেলে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর মিছবাহুল মাদ্রাসায় স্থানীয় বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম জিয়া সারাজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। তিনি তার সন্তান ও স্বামীসহ সবকিছু হারিয়েছেন, কিন্তু বিনিময়ে পেয়েছেন এদেশের মানুষের ভালোবাসা। তিনি এদেশের মানুষের গণতান্ত্রিক ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আমরা সবাই যতদিন বেঁচে থাকবো, ততদিন তাঁর ত্যাগকে মূল্যায়ন করবো।
শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, 'আমরা তার মৃত্যুর এই শোককে শক্তিতে পরিণত করে এই বাংলাদেশ ও জাতি বিনির্মাণে প্রয়োগ করবো। সেই শক্তি শুধু সংকীর্ণ নির্বাচনের কাজে ব্যবহার করবো না। যাতে বিশ্ব জানতে পারে, এই জাতি গণতান্ত্রিক অধিকারের জন্য ত্যাগ স্বীকার করতে জানে।'
রামপুর মিছবাহুল মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
আইকে/টিএ