বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনে রাখা শোক বইতে সই করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ।
সোমবার (৫ জানুয়ারি) পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি শোক বইতে সই করেন।
এর আগে, গত শনিবার পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক বইতে সই করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর জানাজায় অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল তার।
তবে শেষ মুহূর্তে তিনি আসেননি।
প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৩০ ডিসেম্বর মারা যান। তার জানাজায় অংশ নিতে ৩১ ডিসেম্বর ঢাকায় আসেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।
এমকে/টিএ