বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
সোমবার (৫ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
পরে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শুধু শোক জানাতে এসেছিলাম। রাজনৈতিক, নির্বাচন বা অন্যকোনো ইস্যুতে আলোচনা হয়নি। তবে তারেক রহমান বলেছেন, সবাই দেখা করতে আসায় তিনি নিজেকে একা মনে করছেন না। সবার সঙ্গে আছেন বলেই ভাবছেন, দেশ গড়ার কাজে সবাইকে সঙ্গে চান তিনি।
তিনি রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে, চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে, কৃষিসহ নানা খাত নিয়ে তিনি তার মহাপরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন।
ইউটি/টিএ