বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ৭৫ বছর বয়সী ইকবাল হাসান মাহমুদ টুকুর হাতে নগদ অর্থ রয়েছে ২ কোটি ১৩ লাখ ৫ হাজার ৬২৭ টাকা।
নির্বাচনী হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। ওই হলফনামার তথ্য অনুযায়ী টুকুর কোম্পানির শেয়ার আছে ৩২ লাখ ৫৪ হাজার টাকা, যানবাহন আছে ১০ লাখ টাকা সমমূল্যের, ইলেকট্রনিক পণ্য ৩ লাখ ৯৯ হাজার টাকা এবং আসবাবপত্র ৫ লাখ ২৫ হাজার টাকা। স্ত্রীকে প্রদান করেছেন ২ কোটি টাকা। সব মিলিয়ে অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ ৪ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৬২৭ টাকা।
এ ছাড়া, স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমির মূল্য ৫৮ হাজার ৫০০ টাকা এবং বাড়ি/অ্যাপার্টমেন্টের মূল্য ১ লাখ ৬৬ হাজার ৮০৭ টাকা দেখানো হয়েছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বর্তমানে ওয়ান টেক্স লিমিটেডে পরামর্শক হিসেবে কর্মরত রয়েছেন, পূর্বে তিনি ব্যবসা করেছেন। এ ছাড়া, কৃষিখাত থেকে তার বার্ষিক আয় ৩ লাখ টাকা।
হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী, তার নামে ১০টি মামল রয়েছে। এর মধ্যে ২০১০ সালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি ফৌজদারি মামলা রয়েছে, যে মামলায় বর্তমানে তিনি জামিনে মুক্ত এবং হাইকোর্ট থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে এবং ২০০১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি বি.এ. সম্মান অর্জন করেছেন।
এসএন