দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৫ই জানুয়ারি) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দলের শীর্ষস্থানীয় নেতারা এই অভিমত ব্যক্ত করেন।
দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে নেতারা অভিযোগ করেন যে, প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা এখনো একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন এবং দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে।
বৈঠকে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম, দেড় হাজার শহীদ এবং ৩০ সহস্রাধিক আহত ও পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে যে 'নতুন বাংলাদেশ' অর্জিত হয়েছে, তাকে কোনো ধরনের চক্রান্ত বা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না।
এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে কোনো বিশেষ দলের দিকে ঝুঁকে না পড়ে সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
আইকে/টিএ